ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন বারাক ওবামা

প্রকাশিত : ১০:০১, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১০:০১, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নাইট ক্লাবে হামলার ঘটনায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন বারাক ওবামা। হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে দেয়া বন্ধ করার যে প্রস্তাব করেছেন তা চরমপন্থিদের অপপ্রচারকে আরো উসকে দেবে। এতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানান তিনি। ওবামার মতে, আইএস এবং আল কায়েদার মতো গোষ্ঠীগুলো তাদের এই যুদ্ধকে ইসলাম বনাম পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত করতে চায়। এখন সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করলে তাদের কাজই সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেন ওবামা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি