ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা অঞ্চলে আঞ্চলিক ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৪, ১৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’ এর ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেন ৪২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৮ জন শিক্ষার্থী, যারা মোট ১২৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে সেরা ১১টি উদ্ভাবন আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন এসেট প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব সামসুর রহমান খান, রেহানা ইয়াছমিন, মহাপরিচালক আবুল খায়ের মোঃ আক্কাস আলী, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মীর জাহিদ হাসানসহ অনেকে অংশ নেন।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও কারিগরি দক্ষতা বিকাশে সহায়তা করা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি