ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

ঢাকা-চট্টগাম মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা

প্রকাশিত : ০১:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা-চট্টগাম মহাসড়কে দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। এজন্যে বেপরোয়া গাড়ি চালানো এবং চালকের অদক্ষতাকে দায়ী করে গণ-সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বেপরোয়া গাড়ির চালানোর বিরুদ্ধে স্পীড গান ব্যবহারসহ অভিযান চালানোর কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অকালে ঝড়ে যাচ্ছে অনেক প্রাণ। হাসপতালে ভীড় জমাতে হ্েধসঢ়;চছ যাত্রী-পথচারীদের। এদের মধ্যে কেউ কেউ সুস্থ হলেও  অনেকে পঙ্গু হয়ে যান চিরতরে। হাইওয়ে পুলিশের দেয়া তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত মহাসড়কের সীতাকুন্ডু অংশেই  দুর্ঘটনা ঘটেছে ১৫৩টি। চলতি বছরের জানুয়ারীতে ১০টি। আর যাত্রী কল্যাণ বলছে, ২০১৫ সালে চট্টগ্রাম অঞ্চলে ২১১টি দুর্ঘটনায় নিহত হয়েছে ২০২জন। আহত হয়েছে ৫৪৯জন। হাল্কা মোটরযানের লাইসেন্স নিয়ে মহাসড়কে ভারী যানবাহন চলানো এবং চালকদের অদক্ষতার জন্যে দুর্ঘটনা ঘটছে বলেই স্বীকার করেছে পুলিশ এবং যানবাহনের চালকরা। মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধ, চালকদের দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক সিগন্যাল মেনে চলতে বাধ্যকরার পরামর্শ দিয়েছেন সংশ্লিস্টরা। সেই সঙ্গে সড়ক দূর্ঘটনা রোধে সুনিদিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং  গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের এই নেতা। এদিকে মহাসড়কে দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান চালানোসহ কিছু উদ্যোগের কথা বলছে হাইওয়ে পুলিশ। সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমাতে পরিবহন মালিক-শ্রমিক, বিআরটিএ এবং পুলিশ প্রশাসন সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদও দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি