ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার ভেদ করে অবাধে রাস্তা পার হচ্ছেন পথচারীরা

প্রকাশিত : ১৩:২৯, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:২৯, ২৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার ভেদ করে অবাধে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ঘটছে দুর্ঘটনা, হচ্ছে পরিবহণের যানজট। ভূক্তভোগীরা বলছেন, ওভারব্রিজ না থাকায় এভাবে ঝুঁকি নিয়ে হাইওয়ে পাড়ি দিতে বাধ্য হচ্ছে বিভিন্ন শেণী পেশার মানুষ। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পার হবার পর থেকেই রোড ডিভাইডার গলিয়ে রাস্তা পারাপারের এই চিত্র নিত্যদিনের। অতি ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া, রায়েরবাগসহ আশপাশের সব এলাকা দিয়েই সকাল-বিকাল রাস্তা পার হন পথচারীরা। অতি উৎসুকদের কেউ কেউ ডিভাইডারের ছিদ্র ভেঙে নিজেদের মতো পথ বানিয়ে নিয়েছেন খোদ মহাসড়কের উপর দিয়ে। ব্যস্ততম রাস্তা ভেদ করে অবাধে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গেল দু’মাসে মৃত্যু হয়েছে তিন জনের আর আহত হয়েছে ২৮ জন। সড়ক বিভাগ বলছে, জনসচেতনতা বৃদ্ধি না হলে ওভারব্রিজ বানিয়েও কোন লাভ হবে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি