ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ২৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের হোটেল ওয়েস্টিনের কাছে গুলিবিদ্ধ হন শাহেদুল।


বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুলের ভাষ্য, রাতে হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সভা ছিল। সভা শেষে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তাঁর কাছেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। তাঁদের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তাঁর শরীর লাগে।


গুলিবিদ্ধ হওয়ার পর শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি