ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুরে ১০ কিলোমিটার জুড়ে যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৮, ৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কাচঁপুর থেকে কর্নোগোপ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতো ভোগান্তিতে পড়ছে ঘরমুখো মানুষের পাশাপাশি রাজধানীর পথে ফেরা যানবাহনগুলো।

বুধবার (৬ জুলাই) দুপুর থেকে মহাসড়কের উভয় পাশে যানজট লাগে।

যাত্রী ও যানবাহনের চালকরা জানান, ভুলতা থেকে ঢাকামুখী কর্নোগোপ এলাকা পর্যন্ত যানজট ছড়িযে পড়েছে। একই অবস্থা কাচঁপুর থেকে ওই এলাকা পর্যন্ত। এতে শত শত যানবাহন  চলাচল করছে ধীরগতিতে। যানজটে  ভোগান্তিতে পড়ছে ঘরমুখো মানুষের পাশাপাশি রাজধানীর পথে ফেরা যানবাহনগুলো। তাছাড়া বিভিন্ন গরুর গাড়িও সড়কে আটকে আছে।

কাচঁপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কেএম মেহেদী হাসান জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। রাজধানী দিকেও গাড়ির চাপ বেড়েছে। তবে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে দুই লেনের রাস্তা। ফলে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। 

দ্রুত যানজট মুক্ত করার চেষ্টা চলছে। মোবাইল টিমও কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি