ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে জরুরি অবতরণ ৮ বিমানের
প্রকাশিত : ১৯:১৮, ১৮ অক্টোবর ২০২৫

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে আটটি বিমান চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ রুটের বিমান অবতরণ করে। বিকেল ৫টার মধ্যে আন্তর্জাতিক রুটের আরও চারটি বিমান অবতরণ করে।
চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, প্রথম দফায় আসা দুটি আন্তর্জাতিক বিমানের মধ্যে একটি ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট, যেটি ব্যাংকক থেকে ঢাকায় অবতরণের জন্য আসে। আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকার উদ্দেশে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট। এছাড়া, দুটি অভ্যন্তরীণ রুটের বিমান চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে অবতরণ করতে না পেরে শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
দ্বিতীয় দফায় আসা চার বিমানের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি ও বাংলাদেশ বিমানের দুটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট।
এর আগে, শনিবার বেলা আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লাগে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং দুই প্লাটুন বিজিবি কাজ করছে।
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল পৌনে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরণের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এএইচ
আরও পড়ুন