ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার সূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৩২, ২০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের বিভিন্ন পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে এবং অবশেষে তা নোটিস আকারে জানানো হয়েছে। পরীক্ষাসূচির দাবিতেই বৃহস্পতিবার শাহবাগে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার গণমাধ্যমকে জানান, গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অধিভুক্ত সাতটি কলেজের অধ্যক্ষের সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার নোটিসও দিতে শুরু করেছে।

সেলিম উল্লাহ জানান, সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে।

এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ অগাস্টের মধ্যে হতে পারে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়।

এছাড়াও এসব কলেজের ডিগ্রি ১ম বর্ষ, মাস্টার্স ১ম বর্ষ ও শেষ পর্ব প্রাইভেট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।

এবছরই যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাই সাত কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর এসব কলেজের শিক্ষার্থীরা পরীক্ষাসহ নানা বিষয়ে বিড়ম্বনায় পড়েন। এ সমস্যার সমাধানে সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এসব কলেজের শিক্ষার্থীরা।

এদিকে নীতিমালা প্রণয়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়ন এবং প্রকাশ, সম্মান ২য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা ও ব্যবহারিক পরীক্ষা অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা। সম্মান ৩য় বর্ষের এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা। ডিগ্রির আটকে থাকা সকল বর্ষের পরীক্ষা দ্রুত সম্পন্ন করা, অধিভুক্ত কলেজসমূহের সকল তথ্য সংবলিত একটি ওয়েবসাইট তৈরি,  শিক্ষার মান উন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি