ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাবিতে ছাত্রী উত্ত্যক্তের জেরে ছাত্রলীগের মারামারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার রাতে ঢাবির কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে কার্জন হল এলাকায় ঢাবির তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। এ সময় ঢাবির ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হন। তখন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও  জহুরুল হক হল ছাত্রলীগের সহসম্পাদক সায়েমসহ আরো কয়েকজন মিলে ঢাকা কলেজের ওই শিক্ষার্থীদের মারধর করেন।

পরে ঢাকা কলেজের ওই শিক্ষার্থীদের পরিচিতজন ঢাবির এ এফ রহমান হল ছাত্রলীগের নেতা লয়েড, সিয়ামসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বাংলা একাডেমির সামনে জড়ো হন। সেখানে তারা ছাত্রলীগ নেতা সায়েমকে একা পেয়ে মারধর করেন।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, কার্জন হলে ছাত্রী উক্তত্যের ঘটনার প্রতিবাদ করা সায়েম বাইক চালিয়ে বাংলা একাডেমির দিকে আসছিলেন। তখন সায়েমকে একা পেয়ে মারধর করা হয়।

 

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি