ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাবিতে ভর্তি জালিয়াতি, আটক ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:১২, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক ১৪ জনের মধ্যে দু’জন বৃহস্পতিবার রাতে প্রক্টরিয়াল বডি এবং সিআইডির অভিযানে ডিজিটাল ডিভাইসসহ আটক হন।

এরা দু’জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের মহিউদ্দিন রানা এবং ফলিত রসায়ন বিভাগের আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে মহিউদ্দিন রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক।

এছাড়া আজ ১২ জনকে আটক করা হয় শুক্রবার সকালে। তারা হলেন- নুর মো. মাহবুব, ফরহাদুল আলম রানা, ইশরাক হোসেন রাফি, আব্দুল্লাহ আল মুকিম, রিশাদ কবির, আসাদুজ্জামান মিনারুল, ইশতিয়াক আহমেদ, জয় কুমার সাহা, রেজওয়ানা শেখ শোভা, মাশুকা নাসরীন, তারিকুল ইসলাম, নাছিরুল হক নাহিদ।

এ বছর ঢাবির ‘ঘ’ ইউনিটে এক হাজার ৬১০টি আসনের বিপরীতে ৯৮ হাজার ৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে আরও ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি