ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

ঢাবিতে মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ২৬ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে ‘মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রবিবার বিকেলে বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্স উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর-এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তালেব।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আয়কর ব্যবস্থাকে সরকারের সামাজিক যোগাযোগের একটি অংশ হিসেবে অভিহিত করে বলেন, এই মাস্টার্স প্রোগ্রাম কার্যকর কর ব্যবস্থাপনা শিক্ষা এবং কর প্রদান সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ আয়কর কর্মী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি শিক্ষার্থীরা এর মাধ্যমে দক্ষ সমাজ উন্নয়নকর্মী হিসেবেও নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি