ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের জন্য পৃথক ভর্তি পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৫০, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পৃথক ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়া ৭টি সরকারি কলেজে ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা জানান।

উপাচার্য বলেন, নতুনভাবে অধিভুক্ত সাতটি সরকারি কলেজেও ঢাবির অধিভুক্ত অন্য কলেজের মতো পৃথক ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে সেটির দিন তারিখ এখনও নির্ধারণ হয়নি। আমাদের অধিভুক্ত অনেক কলেজ আছে সেগুলোতে যে পদ্ধতিতে ভর্তি নিয়ে থাকি এখানেও একই পদ্ধতিতে নেয়া হবে। তবে এটি ঢাবির নিয়মিত ভর্তি পরীক্ষার অংশ নয়।

এদিকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেছেন উপাচার্য। এ বছর ঢাবির ৫ ইউনিটে ৭০৮৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। আর টাকা জমা দেয়া যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

১৫ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি