ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ঢাবির ক ইউনিটে ফল প্রকাশ: ৮৭ শতাংই ফেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৪৩, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের অধীন ক ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ১৩ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

ক ইউনিটের অধীনে এক হাজার ৭৫০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েচিল ৭৭ হাজার ৫৭২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ১০ হাজার ১১৭ জন।

বুধবার দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়াও DU KA লিখে রোল নম্বর লিখে 16321 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি