ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদের ‘খ’ ইউনিটের সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে  শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত  এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ৩২ হাজার ৭৪৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

বরাবরের মতো আজও ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে। গত শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায় ৮৭ দশমিক ২৫ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তার আগের বছর একই ইউনিটে ৫ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

আজ বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি