ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার পিছিয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ২১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:২২, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার পেছানো হয়েছে।

রোববার থেকে এই সাক্ষাৎকার শুরু হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে তা ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আগামীকাল রোববার ২২ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ভর্তির সাক্ষাৎকারের সময় পরিবর্তন করে ২৯ অক্টোবর রোববার থেকে নির্ধারণ করেছে।”

পরিবর্তিত সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং কলা অনুষদের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি