ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল বিকেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হবে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মঙ্গলবার দুপুর ১টায় ‘ঘ’ ইউনিটের এ ফল প্রকাশ করা হবে। পরে আরেকটি জরুরি বিজ্ঞপ্তিতে সেটি স্থগিত করা হয়।

এর আগে গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রশ্নফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি