ঢাবির ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ
প্রকাশিত : ১৯:৫৫, ১৩ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন ও পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়াও ২৪ নভেম্বর সোমবার থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
সময়সূচি অনুযায়ী 'আইবিএ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর( শুক্রবার), 'চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২৯ নভেম্বর (শনিবার), 'ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার),‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) এবং 'বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিট ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা শেষ হবে ২০ ডিসেম্বর, ওইদিন বিজ্ঞান ও কলা এবং আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেয়া হবে।
এমআর//
আরও পড়ুন