ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫

ঢাবির শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রোজ্জ্বলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

নানা আয়োজনে পালন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ তম শোক দিবস। দিবসটি  উপলক্ষে  বুধবার (১৫ অক্টোবর) শহীদদের স্মরণে জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রোজ্জ্বলন করা হয়। এছাড়াও এসময়  দাঁড়িয়ে গভীর নীরবতাও পালন করা হয়।   

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান,সহসাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার ,স্যার এএফ রহমান হলের আহ্বায়ক সায়মন সিদ্দিক ফেরদৌস, মহব্বত আলী জয় সহ শতাধিক নেতা কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধ্বসে ৪০ জন শিক্ষার্থী, কর্মচারী ও অতিথি নিহত হন। সেই মর্মান্তিক ঘটনার স্মরণে প্রতিবছর দিনটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস ’হিসেবে পালন করা হয়। নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই মূলত দিবসটি পালিত হয় এবং এদিন বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি