ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ঢাবির সাবেক উপাচার্য মনিরুজ্জামান আর নেই

প্রকাশিত : ১৫:৩২, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩২, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। চিরকুমার মনিরুজ্জামান মিঞা ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান। পরে ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাকে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। আগামীকাল রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি