ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানির আাশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২ জুন ২০১৭ | আপডেট: ১৪:২৮, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি এবং ২০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য অর্জনে এবারের বাজেট অনুঘটকের ভূমিকা পালন করবে বলে আশা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের কনফারেন্স রুমে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের বরাদ্দ ও অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন তিনি। প্রস্তাবিত বাজেটকে প্রযুক্তি-বান্ধব বলে অভিহিত করেন প্রতিমন্ত্রী। তথ্যপ্রযুক্তি খাতের ক্রমাগত বিকাশে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আশা প্রকাশ করেন জুনায়েদ আহমেদ পলক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি