ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৯ নভেম্বর ২০১৮

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জুন নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের। ১৩শ’ ২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে, দক্ষিণাঞ্চলের চাহিদা মিটিয়ে শিল্পখাত বিকাশে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। খুলবে নতুন নতুন সম্ভাবনার দ্বার।

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। দ্রুতই চলছে কাজ ...।

প্রকল্পের প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে যোগ হবে।

প্রকল্পটি উৎপাদনে গেলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে আরো এক মাইলফলক অর্জন করবে বাংলাদেশ। কেটে যাবে লোডশেডিং। সেইসাথে শিল্প-কারখানা গড়ে উঠলে বাড়বে নানামুখী কর্মসংস্থান সুযোগ।

নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে, পায়রা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

দেশের সুষম উন্নয়নের অংশ হিসেবে, পায়রা বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি