ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

তাভেল্লা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপি নেতাসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ১৩:৩৫, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:৩৫, ২৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। এ সময় ৫ আসামির অব্যাহতির আবেদনও নাকচ করা হয়। আদালত আগামি ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন। গেল বছরের ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইসলামিক স্টেট-আইএস এই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিলেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুনিদের শনাক্ত করে পুলিশ। চলতি বছরের ২৮ জুন বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ ৭ জনের নাম উল্লেখ করে তাভেল্লা হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি