ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

তামাক বিরোধী সংগঠনগুলো সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৯:৩২, ১২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৩২, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

তামাক কর নিয়ে প্রস্তাবিত বাজেটে প্রতিক্রিয়া ও সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন করেছে তামাক বিরোধী সংগঠনগুলো। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ১১ দফা সুনিদিষ্ট সুপারিশ ও পরামর্শগুলো সরকারের চুড়ান্ত বাজেট অন্তর্ভূক্তির দাবি করেন। এসময় আলোচকরা বলেন, প্রস্তাবিত বাজেটে কমদামি সিগারেট ও বিড়ির উপর প্রস্তাবিত করহার বৃদ্ধিতে খানিকটা সহায়ক হলেও ব্যবহার কমানোর জন্য যথেষ্ট কার্যকরী নয়। বিড়ি,জর্দা এবং গুলসহ তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানীর আয়কর ৪৫শতাংশ করার প্রস্তাবকে স্বাগত জানালেও সিগারেটের উপর আয়কর বুদ্ধিনা করায় হতাশ সংগঠের নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি