ঢাকা, রবিবার   ১২ অক্টোবর ২০২৫

তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হয়নি:সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১২ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে  তাদের পছন্দের শাপলা  প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে কমিশন চাইলে প্রতীক কমাতে ও বাড়াতে পারে বলেও  ইঙ্গিত দেন তিনি।

রোববার (১২ অক্টোবর) নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘যখন কোনো দল নিবন্ধিত হয়, তখন তাকে আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকেই একটি প্রতীক নিতে হয়। এনসিপি শাপলা প্রতীক চেয়েছিল, সেটা তালিকাভুক্ত ছিল না। এজন্য আমরা সেটি দিতে পারিনি। তবে প্রয়োজনে প্রতীকের তালিকা বাড়ানোর ক্ষমতা কমিশনের রয়েছে ।’

 এ বিষয়ে সিইসি বলেন,‘কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। কিন্তু এনসিপির প্রতীক সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এর আগে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি