ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য চেয়েছে দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২০ এপ্রিল ২০১৭

পেট্রোবাংলার সহযোগি প্রতিষ্ঠান তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদকবৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করে দুদক এই তথ্য চায় কোন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দুদক

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তার তথ্য নিতে পেট্রোবাংলা অফিসে যায় দুদকের একটি দল

পরে দুদকের এই কর্মকর্তা জানান, তিতাসের কিছু কর্মকর্তা বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে- এমন অভিযোগ দুদকের কাছে রয়েছে বিষয়টি তদন্তের জন্য পেট্রোবাংলার কাছে থাকা তিতাসের বিভিন্ন নথি চাওয়া হয়েছে বলে জানান তিনি

তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা

তবে, চেষ্টা করেও ব্যাপারে পেট্রোবাংলার চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি