ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

তিন দিনের ‘বিজু’ উৎসব শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১২ এপ্রিল ২০২২

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নদী-হ্রদের পানিতে ফুল ভাসিয়ে বা ‘ফুল বিজু’ উদযাপনের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন দিনের বিজু উৎসব।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, ম্রোদের চানক্রান, খিয়াংদের সাংগ্রান, খুমিদের সাংক্রাই, চাকমাদের বিজু ও তঞ্চঙ্গ্যাদের বিষুর আদ্যাক্ষর নিয়ে দাঁড়িয়েছে ‘বৈসাবি’। তাই অনেকে এই উৎসবকে সম্মিলিতভাবে ‘বৈসাবি’ বলে থাকেন।

মঙ্গলবার সকালে চাকমা ছেলে-মেয়েরা নদী-হ্রদে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় দেয় ও নতুন বছরকে স্বাগত জানায়। সেসময় তারা সবার মঙ্গল কামনায় প্রার্থনা করে।

ঐতিহ্য অনুযায়ী চাকমা পরিবারের লোকজন প্রথম দিন ফুল দিয়ে তাদের ঘর সাজাবেন। বুধবার উৎসবের প্রধান দিন ‘মূল বিজু’ উদযাপিত হবে। উৎসব শেষ হবে বৃহস্পতিবার ‘গজ্যাপজ্যা’ বা বিশ্রামের মধ্য দিয়ে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি