ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

তিন বোর্ডে আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৩৫, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ১০:০৪, ১০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা বোর্ডের আওতাধীন আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া সারাদেশে মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি বৃহস্পতিবার (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "ফেনী জেলার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানবিক দিক বিবেচনায় এনে আমরা বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও বলেন, "কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। পানি বৃদ্ধি পাওয়ায় বহু শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে পারবে না—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের পরীক্ষা সারা দেশে একযোগে একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই কোনো এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণেই সারাদেশেই ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।’

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই কারণে আজকের সব পরীক্ষা স্থগিত করেছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর সংবাদমাধ্যমকে জানান, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি