তিনদিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
প্রকাশিত : ০৯:৩৫, ৩ জুন ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশি প্রদীপ বৈদ্যকে হত্যার পর লাশ নিয়ে যায় তারা। এর তিনদিন পর বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে প্রদীপ বৈদের লাশ হস্তান্তর করে বিএসএফ।
এসময় উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর উর্ধ্বোতন কর্মকর্তারা ও পুলিশ কর্মকর্তা, শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাশ, ইউপি সদস্য জয়নাল মিয়া ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
লাশ হস্তান্তরের পর তার পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাশ।
এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া পতাকা বৈঠকের মাধ্যমে আমরা লাশ পেয়েছি এবং কুলাউড়া থানা প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত শনিবার রাত ১১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নস্বর পিলারের কাছে প্রদীপ বৈদ্যকে গুলি করে হত্যার পর তার লাশ নিয়ে যায় বিএসএফ। নিহত যুবকের লাশ ভারতের উনকোটি হাসপাতালে রাখা হয়েছিল।
প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
এএইচ
আরও পড়ুন










