ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

তিস্তার পানি চুক্তির ব্যাপারে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১৯:৩৬, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরেই তিস্তার পানি চুক্তির ব্যাপারে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। চুক্তির ব্যাপারে ভারত প্রতিশ্র“তি থেকে বিচ্যুত হবে না বলে আশাবাদ জানিয়ে তিনি বলেন, দু-দেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্যা রিপোটার্স অনুষ্ঠানে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। গঙ্গা ব্যারেজ নিয়ে চলমান সমস্যারও সমাধান হবে বলে জানান তিনি। এক সময়ের প্রমত্তা তিস্তা এখন যেন মরুময়। উজান থেকে চাহিদামতো পানি না আসায় তিস্তা অববাহিকার জীবন-জীবিকা হুমকির মুখে। ভারত দীর্ঘ দিন ধরেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আসছে। ২০১১ সালের ৬ এবং ৭ সেপ্টেম্বর তৎকালিন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময়ই চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী বেঁকে বসায় তা হয়ে উঠেনি। ২০১৫ সালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেও আড়ালেই থেকে যায় আলোচিত তিস্তা চুক্তির বিষয়টি। এমন পরিস্থিতিতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানি সম্পদ মন্ত্রী জানালেন, তিস্তা চুক্তি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। ভারত তাদের অবস্থানে ঠিক থাকলে চুক্তি সম্ভব বলেও আশাবাদ জানান তিনি। এছাড়া অভ্যন্তরীন নদীগুলোর নাব্য সংকট  নিরসনে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে পানি সম্পদমন্ত্রী জানান, বালু বিনিময়ের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে নদী খননের বিষয়ে আলোচনা চলছে। অনুষ্ঠানে ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি