ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে ২০টি চর

প্রকাশিত : ১৬:৩৩, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৩৩, ৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দুই দফা উজানের ঢলে তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে তিস্তার ২০টি চর। বন্ধ হয়ে গেছে চরের মানুষগুলোর জীবিকার পথ। তাই তিস্তা চরের মানুষের মনে নেই ঈদ আনন্দ। দু’বেলা খাবার জোগানোর চিন্তায় দিন কাটছে তাদের। এদিকে শিশুরা নতুন জামার বায়না মেটাতে না পেরে অসহায় অভিভাবকরা। ডালিয়া পয়েন্ট থেকে নৌকায় খরশ্রোতা তিস্তা বেয়ে কিছুটা পথ পেরোলেই পূর্ব বাইশপুকুর চর। এই চরেই বাস ছোট্ট রিতা ও রাজুর। দু’দিন পরে ঈদ, তাই বাবার কাছে লাল জামা আর জুতোর বায়না। রিতা আর রাজুর মতোই বায়না ধরেছে চরের অন্য শিশুরাও। ঈদের বাকি দুইদিন, জামা-জুতো না পেয়ে ছোট ছোট মনগুলো অভিমানে ভার হয়ে আছে। কচি মন বোঝে না জীবন কিংবা জীবিকার তাগিদ। অবুঝ শিশুদের বায়না পূরণে বাদাম বিক্রির চেষ্টায় চরের মানুষেরা। তিস্তার বিভিন্ন চরে প্রায় ৫’শ পরিবারের বসতি। তাদেরই একজন ষাটোর্ধ চাঁন মিয়া। জীবনের অনেকটা সময় কাটিয়েছেন নদীকে জীবিকা করে। দু’দফা বন্যায় জীবিকা বন্ধ হওয়ায় নিঃস্ব চানমিয়ার মনেও নেই ঈদ আনন্দ। বিপন্ন মানুষের পাশে সরকারী সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বিত্তবানরা সাহায্যের হাত বাড়ালেই এবারের ঈদে হাসি ফুটবে তিস্তায় সহায়-সম্বল হারানো মানুষগুলোর মুখে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি