তেজস্ক্রিয় বর্জ্য নেয়ার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি
প্রকাশিত : ১৮:৩৯, ৫ জুন ২০১৭ | আপডেট: ১৯:২০, ৫ জুন ২০১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য নেয়ার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি সইয়ের ব্যাপারে খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শিগগিরই ওই চুক্তি হবে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন-২০১৭’র খসড়ারও অনুমোদন দেয়া হয়। এছাড়া, ২২ অক্টোবরকে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করেছে মন্ত্রিসভা।
পাবনায় ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২০১০ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে সরকার। এরপর শুরু হয় অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া।
তবে, বিদ্যুৎ কেন্দ্রটির তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনা কি হবে, সে বিষয়টি উল্লেখ ছিল না ওই চুক্তিতে। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এই তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে তাই দেখা দেয় উৎকণ্ঠা। উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরাও।
সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য নেয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি সইয়ের জন্য খসড়া অনুমোদন দেয়ার পাশাপাশি বেশকিছু সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব বিষয় সাংবাদিকদের অবহিত করেন।
এছাড়া, বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধের জন্য শাস্তির মেয়াদ। আগে এই অপরাধের জন্য দুই থেকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান থাকলেও, এখন সেটি বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর করা হচ্ছে।
বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
আরও পড়ুন