ঢাকা, শনিবার   ১৮ অক্টোবর ২০২৫

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৭ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার । শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে । পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অমানবিক এ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে আন্তরিক প্রচেষ্টা গ্রহণসহ অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়  বিজ্ঞপ্তিতে। 

বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন জাতীয়তা নির্বিশেষে সকল ব্যক্তি তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া এলাকায় ঢুকে সেখানেই অবস্থান করছিলেন হত্যার শিকার তিন বাংলাদেশি। চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদের গণপিটুনি ও তীর মেরে হত্যা করে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি