ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৪ মে ২০২২ | আপডেট: ১৭:৫৮, ১৪ মে ২০২২

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। ২০১৮ সালের নির্বাচনে বিজেপির হয়ে জিতে ২৫ বছরের বাম রাজত্ব হটিয়ে মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ শনিবার (১৪ মে) এ তথ্য জানায়।

বিপ্লব দেবের পদত্যাগের ফলে নতুন নেতা নির্বাচনে শনিবার বৈঠকে বসবেন রাজ্য সরকারের বিজেপি দলীয় আইনপ্রণেতারা। আগামী বছর রাজ্যটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী শনিবার হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা এ খবর শুনেছি। এ নিয়ে বেশি কিছু জানি না। বিজেপি সভাপতির সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি