ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকার মন্ত্রীসভার অর্ধেক নারী

প্রকাশিত : ২৩:১৯, ৩০ মে ২০১৯

Ekushey Television Ltd.

 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। দেশটির ইতিহাসে কোনো মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্যের ঘটনা এই প্রথম। মন্ত্রীসভার ২৮ সদস্যের সদস্যের মধ্যে ১৪ জনই নারী। নতুন এ মন্ত্রিসভায় বিরোধী দলের এক নারীকেও নিয়োগ দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

গত ৮ মে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় পায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শনিবার (২৫ মে) শপথ নেন রামাফোসা। বুধবার (২৯ মে) নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি। জানান, এর অর্ধেক সদস্যই নারী।

নতুন মন্ত্রিসভার আকারও কমিয়েছেন রামাফোসা। এবারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ২৮। আগেরবার এ সংখ্যা ৩৬ ছিল। বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস এর এক বিবৃতিতে এর সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, মন্ত্রিসভার আকার ছোট করলেও উপ মন্ত্রীর সংখ্যা বাড়িয়েছেন রামাফোসা। এটিকে তার ‘পুরোপুরি অসততার প্রথম চিহ্ন’ বলে আখ্যা দিয়েছে তারা।

বিরোধীদল গুড পার্টির রাজনীতিবিদ প্যাট্রিসিয়া দে লিলেকে অবকাঠামোগত উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন রামাফোসা। বৃহস্পতিবার রাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের কথা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি