ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ২৩ অক্টোবর ২০২২

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

শনিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে স্টেইট প্রদেশের বোসাবেলোয় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে। হাসপাতালে নেয়ার পর রাত ১টায় তার মৃত্যু হয়।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন গণমাধ্যমকে বলেন, একদল সন্ত্রাসী আফসারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর এক পর্যায়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আফসার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার জয়নাল আবেদিনের ছেলে। ২০০৭ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর সেখানে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। ২-৩ মাস পর তার দেশে আসার কথা ছিল।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশে আফসার লাশ হয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছেন।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি