ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

দলিল লেখক মোশারফ হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

নারায়গঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ৩১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:১১, ৩১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন এবং তার পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

তবে দলিল লেখকের স্ত্রী শাহিনুর পলাতক রয়েছেন।

একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম জানান, স্ত্রী শাহিনুর ও রিপন মিলে মোশারফকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে বালতির পানিতে চুবিয়ে এবং গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলার বাদি সোলায়মান ভূঁইয়া আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি