ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। ভারতের দক্ষিণ-পূর্ব দিকের সামুদ্রিক বাতাস সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের বাতাস থেকে জলীয় বাষ্প দ্রুত কমে গিয়েছে। এই আবহে নতুন সপ্তাহের প্রথম দুই দিন পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে। এদিকে এরইমধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে চার ডিগ্রিতে। 

এদিকে দিল্লির সফদারজং এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। 

রোববার কলকাতা ও আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস রয়েছে৷ ভোরে এবং সূর্যাস্তের পর তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে। জেলা শহরগুলোতে ইতিমধ্যে ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে পারদ।

এর আগে শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৬ শতাংশ এবং ৪৪ শতাংশ৷ 

আবহাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে, আগামী সপ্তাহে পারদ আরও নামবে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি