ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

দিল্লি থেকে লন্ডন চলে যান বাসেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দিল্লি থেকে লন্ডন দূরত্ব তো আর কম নয়! তাই বিমান ছাড়া এই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব বলা যেতে পারে। তবে অসম্ভবও মাঝেমধ্যে বাস্তব হয়। তেমনটাই আভাস দিচ্ছে নতুন এই খবরটি। এবার নাকি বিমানে নয় বাসে করেই ভ্রমণ পিপাসু’রা পাড়ি দিতে পারবেন দিল্লি থেকে লন্ডন।

আর ভ্রমণকারীদের সেই সাধ পূরণে বার্তা নিয়ে এবার এগিয়ে এল হরিয়ানার একটি সংস্থা। এ বছরেরই সেপ্টেম্বর থেকে দিল্লি থেকে এই বাস পরিষেবা চালু করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে এটি প্রথমবারের মত এই নব যাত্রার সূচনা বিষয়টি তেমন নয়। ৪৬ বছর আগেও এই পরিষেবা চালু ছিল। 

১৯৫৭ সালে ব্রিটেনের একটি সংস্থা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা চালু করেছিল। কিন্তু কয়েক বছর পর বাসটি একটি দুর্ঘটনার মুখে পড়ে। তখন থেকেই সেই পরিষেবা বন্ধ হয়ে যায়।

পরে অন্য একটি বিদেশি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন পর্যন্ত দোতলা বাস পরিষেবা চালু করে। ১৯৭৬ পর্যন্ত সেই পরিষেবা ঠিকঠাক চলেছিল। কিন্তু ইরানের রাজনৈতিক গোলযোগ এবং ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে টানাপড়েনের জেরে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

আবার সেই পুরানো স্বাদ ফিরিয়ে আনতে হরিয়ানার একটি সংস্থা এই পরিষেবা চালু করতে চলেছে। তবে যে পথে ওই পরিষেবা চালু হয়েছিল, এ বার তার বদলে অন্য পথে বাস চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির দেওয়া তথ্য মতে, দিল্লি থেকে যাত্রা শুরু করে কলকাতা হয়ে মিয়ানমার পৌঁছাবে বাস। তার পর থাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছবে।

আর এই অত্যাধুনিক সুবিধাযুক্ত বাসে ২০টি আসন থাকবে। প্রতি যাত্রীর জন্য আলাদা আলাদা কেবিনের ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, যাত্রীদের ভিসা-সহ বিদেশ ভ্রমণের জন্য যাবতীয় জরুরি নথির ব্যবস্থা করে দেবে সংস্থাটি।

৭০ দিনে ২০ হাজার কিলোমিটার সফর করে লন্ডনে পৌঁছবে এই বাস। মাথাপিছু খরচ হবে ভারতীয় রুপিতে প্রায় ১৫ লক্ষ টাকা।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি