ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দুই কোরিয়ার নতুন ভবিষ্যতে কিম-মুনের চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

দুই কোরিয়ার রাজনৈতিক মেরুকরণে নতুন ভবিষ্যৎ গড়তে কাজ করার অঙ্গীকার করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। এ লক্ষ্যে সুদূরপ্রসারী এক চুক্তি স্বাক্ষর করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এবং উত্তর কোরিয় নেতা কিম জং উন।

আজ বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মুন জানান, চুক্তিতে কোরীয় দ্বীপ অঞ্চলকে পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মত হয়েছেন তারা। এতে উত্তর কোরিয়ার প্রধান প্রধান মিসাইল লঞ্চিং সাইটগুলো বন্ধ করে দিতে সম্মত হয়েছেন কিম জং উন। 

এদিকে এই চুক্তিকে অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ‘কার্যকর এক পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।

চুক্তিতে পারমাণবিক নিরস্ত্রীকরণ ছাড়াও দুই কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ স্থাপন, স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং কোরিয়ান যুদ্ধের কারণে বিভক্ত হয়ে পড়া পরিবারগুলোকে পুনর্মিলনের মতো ব্যাপারগুলোতেও মধ্যস্থতায় পৌছায় দুই কোরিয়া। 

প্রেসিডেন্ট মুন সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর বিশেষজ্ঞদের উপস্থিতিতে তংশাং-রি মিসাইল ইঞ্জিন টেস্ট সাইট ও মিসাইল লঞ্চ ফ্যাসিলিটি স্থায়ীভাবে বন্ধ করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া।

এদিকে অদূর ভবিষ্যতে সিউল সফরেও কিম ইচ্ছা পোষণ করেছেন বলে জানান মুন। এমনটা হলে উত্তর কোরিয়ার প্রথম কোন শীর্ষ নেতা হিসেবে সিউল সফরে যাবেন কিম জং উন।

এছাড়াও ২০২৩ সালে দুই কোরিয়া যৌথভাবে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন দুই রাষ্ট্রপ্রধান। জানা যায়, পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট মুনের সর্বশেষ সফরে এ চুক্তি করেন তারা।

এদিকে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা কমাতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও উত্তর কোরিয়ার সামরিক প্রধানের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সেসব চুক্তির শর্তাবলী কী তা এখনও প্রকাশ করা হয়নি।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি