ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দুই রোহিঙ্গা নিহতের ঘটনায় মামলা, ৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ১১ আগস্ট ২০২২

কক্সবাজারে উখিয়ার বালুখালির জামতলী রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করে এপিবিএন। এর আগে বুধবার রাত ১টায় উখিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত দেখিয়ে এ মামলা দায়ের করেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন।

গ্রেপ্তারকৃতরা হলেন সাহ মিয়া (৩২), মো. সোয়াইব ( ১৯) ও জাফর আলম (৫৪)। এরা তিনজনই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাব-মাঝি সৈয়দ হোসেন (৪৩) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। 

পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই মধ্যে রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি