ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

দুদকের সক্ষমতার অভাব রয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশনের হাত অনেক লম্বা, তবে সক্ষমতার অভাব রয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং দুদকের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আরো বলেন, সামাজিক আন্দোলন ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ’সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদক যেন ভয় না পেয়ে কাজ করতে পারে সেই ক্ষেত্র সরকারকেই তৈরি করতে হবে। পরে দুদকের মহাপরিচালক ডক্টর শামসুল আরেফিন এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে সই করেন।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি