ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আট ভারতীয়সহ নিহত ১৭

প্রকাশিত : ১৫:০৭, ৭ জুন ২০১৯ | আপডেট: ১৫:১০, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট ভারতীয়সহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে আল রাশিদিয়া মেট্রো স্টেশনের কাছে মোহাম্মদ বিন জায়েদ সড়কে বিভিন্ন দেশের ৩১ যাত্রীকে বহন করা ওমানি নম্বরপ্লেটের ওই ট্যুরিস্ট বাসটি রাস্তার পাশের একটি সাইনবোর্ডে আছড়ে পড়ে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, মেট্রো স্টেশনের দিকে যেতে বাস চলাচলে নিষেধাজ্ঞা আছে এমন একটি রাস্তায় চালক ভুল করে ঢুকে পড়ার পর বাসটি দুর্ঘটনায় পড়ে।

দ্রুতগতিতে চলা ওই ট্যুরিস্ট বাসটি রাস্তার পাশের উঁচু প্রাচীরে ধাক্কা খাওয়ার পর এর সামনের জানালা ও বামপাশ দুমড়ে মুচড়ে যায়।

দুবাই পুলিশের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আবদুল্লাহ খলিফা আল মেরি ও অ্যাটর্নি জেনারেল ইসাম ইসা আল হুমাইদান অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের কাছাকাছি রশিদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি