ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন শেরপুরের এমপি আতিক

প্রকাশিত : ১৯:১০, ৩০ জুলাই ২০১৮

দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক।

দুদকের উপ-পরিচালক (বি.অনু ও তদন্ত-২) মির্জা জাহিদুল আলম স্বাক্ষরিক এক পত্রে অভিযোগটি পরিসমাপ্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

দুদকের পক্ষ থেকে মন্ত্রী পরিষদ বিভাগকেও এ বিষয়ে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

২৯ জুলাই তারিখের স্বাক্ষরিত পত্রটি ৩০ জুলাই সোমবার দুপুরে হুইপ আতিউর রহমান আতিক এমপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, এ বছরের ৫ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিককে দুদক কার্যালয়ে তলব করেন।

দুদকের তলবের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল হুইপ আতিউর রহমান আতিক এমপি সশরীরে দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে সম্পদের হিসাব জমা দেন। পরবর্তিতে অনুসন্ধানের পর দুদক অভিযোগটি পরিসমাপ্তি করে।

এমএইচ/ এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি