দেশে ফুলের বাজার ক্রমশ বাড়ছে
প্রকাশিত : ১০:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০১৭
সারাবছরই জমজমাট থাকে রাজধানীর ফুলের বাজারগুলো। তবে ভালোবাসা দিবস ও ২১শে ফেব্র“য়ারিকে কেন্দ্র করে এ মাসেই বেশি ব্যস্ত সময় কাটান দোকানীরা। নানা সীমাবদ্ধতার মধ্যেও দেশে ফুলের বাজার ক্রমশ বাড়ছে বলে জানালেন ব্যবসায়ীরা। আর সরকারের পৃষ্ঠপোষকতা পেলে টিউলিপ অর্কিড লিলির মত ফুল দেশেরই ব্যাপক হারে চাষ করা সম্ভব।
দেশের বিভিন্ন স্থান থেকে বাস-ট্রাক বোঝাই ফুল আসছে রাজধানীর আগারগাঁও পাইকারী ফুলের বাজারে।
রং বেরংয়ের ফুলের মধ্যে গোলাপ, গাঁদা, রাজনীগন্ধা আর গ্লাডিওলাসেরই রমরমা। ভোর থেকেই শুরু হয় বেচাকেনার এই মহাযজ্ঞ।
একটা সময় কেবল উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে বাহারি ফুলের ব্যবহার এখন সবশ্রেনীতে।
রং বেরংয়ের বিভিন্ন ফুলের খুচরা বাজারের জন্য বিখ্যাত রাজধানীর শাহাবাগ। তবে এর পাশাপশি রাজধানীতে গড়ে উঠেছে কয়েকটি অস্থায়ী খুচরা বাজার । ফেব্রুয়ারী মাসে সবচেয়ে বেশী জমজমাট থাকে এসব বাজার।
চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় বাজার এখন অনেক বড়। তবে পৃষ্টপোষকতা পেলে আমদানি নির্ভর ফুলগুলো এদেশেই চাষ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সঠিক পরিচর্যায় ফুলের বাজার আরো সম্প্রসারিত হতে পারে। হতে পারে বৈদেশিক আয়ের উৎস।
আরও পড়ুন