বিবিএসের জরিপ
দেশে মোট বেকার ২৬ লাখ ১০ হাজার
প্রকাশিত : ১৯:০৫, ১৮ মে ২০২৫

দেশে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এই তথ্য।
রোববার (১৮ মে) শ্রমশক্তি জরিপ প্রকাশ করে বিবিএস।
জরিপের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশে বেকার বেড়েছে ৬০ হাজার। তার আগের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ছিল ২৫ লাখ ৫০ হাজার।
বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ দেশের বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশে। যা আগের প্রান্তিকের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।
এদিকে দেশের বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও কর্মসংস্থান সৃষ্টিতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়াই এই চিত্রের পেছনে অন্যতম কারণ। দেশের শিল্প ও সেবা খাতে কিছুটা অগ্রগতি থাকলেও কৃষি খাতে কর্মসংস্থানের পরিমাণ কমছে।
তাদের মতে, টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে শ্রমবাজারে দক্ষ জনশক্তির প্রবেশ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় করা জরুরি।
এসএস//
আরও পড়ুন