ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে ধান কাটা

প্রকাশিত : ০৯:৪৯, ১ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৯, ১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আমনের ভরা মৌসুম শুরু হতে প্রায় দেড়মাস বাকী থাকলেও, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে এরইমধ্যে শুরু হয়েছে ধান কাটা। আগাম জাতের স্বল্প মেয়াদী এই ধানের ভালো দাম পেয়ে খুশি চাষীরা। এছাড়া, অন্যান্য বছর এই সময়ে কাজ না থাকলেও, এবার কর্মব্যস্ত কৃষকরা। এতোদিন কার্তিক মাস অভাবের সময় হিসেবে পরিচিত ছিলো উত্তরাঞ্চলের মানুষের কাছে। তবে, এখন দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। কার্তিক মাসেই সোনালী ফসলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। কার্তিক মাস শুরু হতে না হতেই দিনাজপুরসহ এই অঞ্চলে শুরু হয়েছে আমন ধান কাটা। আগাম জাতের এই ধান কাটা আর মাড়াইয়ের কাজ শুরু হওয়ায় ব্যস্ত সময় কাটছে কৃষি শ্রমিকদের। স্বল্প মেয়াদী এই ধান কাটার পর একই জমিতে বাড়তি ফসল হিসেবে আলুসহ অন্যান্য রবিশষ্য আবাদ করা যাবে। একই জমিতে দুই ধরণের ফসল আবাদে বেশি লাভের আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্যমতে, দিনাজপুরে এ’বছর ২ লাখ ৫৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সব ধরণের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি