ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২৩ এপ্রিল ২০১৭

বড় ধরনের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। কমেছে সূচক, লেনদেন ও বেশিরভাগ
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩টির, কমেছে ২৭৪টির, আর ১৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫০৬ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৮৩ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৯৫টির, আর ১২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি