ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

দেশের প্রান্তিক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এজেন্ট ব্যাংকিং

প্রকাশিত : ১০:৫৮, ২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫৮, ২ ডিসেম্বর ২০১৬

দেশের প্রান্তিক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এজেন্ট ব্যাংকিং। এতে যেমন হুন্ডির প্রভাব কমছে, তেমনি গতিশীল হচ্ছে অর্থনীতি। তুলনামূলক কম পুঁজি দিয়ে সহজভাবে লেনদেন করতে পারায় ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিংয়ে ঝুঁকছে। আধুনিক অর্থনীতির অন্যতম অনুসঙ্গ ব্যাংক ব্যবস্থা। তবে, দেশের প্রায় অর্ধেক মানুষ এখনো ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে। প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংক সেবার আওতায় আনার লক্ষ্যে চালু করা হয়েছে এজেন্ট ব্যাংকিং। ব্যাংক এশিয়ার হাত ধরে ২০১৩ সালে মুন্সিগঞ্জে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এখন বেশ জোরেসোরে চলছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফেনীর এই আউটলেটের কার্যক্রম। সিলেটের পল্লী এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। কিছু সীমাবদ্ধতা কাটাতে পারলে, এজেন্ট ব্যাংক হয়ে উঠতে পারে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি- এমনটাই মনে করেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক। আর এজেন্ট ব্যাংক হলেও অনলাইন ব্যাংকিংয়ের সব সুবিধাই এখানে মিলছে বলে জানালেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছরের ২৪শে অক্টোবর পর্যন্ত এজেন্ট ব্যাংকের গ্রাহক ৩ লাখ ৬৪ হাজার ২শ’ ১৯ জন। মাসে গড় লেনদেনের পরিমাণ ২শ’ কোটি টাকারও বেশি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি