ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

দেশের যেসব জায়গায় পালিত হচ্ছে ঈদুল আজহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন জায়গায় শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। 

জানা গেছে, সাতক্ষীরা, শরীয়তপুর, চাঁদপুর, পটুয়াখালী, দিনাজপুর, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও ভোলার কিছু অঞ্চলের মানুষ ঈদ উদযাপন করছেন।

তথ্যমতে, সাতক্ষীরার ১৫টি গ্রাম, শরীয়তপুরের ছয় উপজেলার সাতটি থানার ১৫ গ্রাম, পটুয়াখালীর ২৮ গ্রাম, দিনাজপুরের পাঁচ উপজেলা, চাঁদপুরের ৪০ গ্রাম, ভোলার ১৪ গ্রাম, ঝিনাইদহের ১০ গ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। এসব জায়গার মানুষ বহু বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।

এর আগে গত ৩০ জুন বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে ১ জুলাই থেকে জিলহজ মাস গণনা হয়। সে অনুযায়ী, ১০ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯ জুন চাঁদ দেখা যাওয়ায় শনিবার (৯ জুলাই) ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি