ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ভোগ ছাড়াই পারাপার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৫, ৭ জুলাই ২০২২

আর দুই দিন বাকি ঈদুল আযহার। ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। তীব্র স্রোতে ফেরি ও লঞ্চে দ্বিগুণেরও বেশি সদয় লাগলেও দুর্ভোগ ছাড়াই যাত্রীরা পার হয়ে বাড়ি ফিরতে পারছেন।

পথে পথে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা জানান যাত্রীরা। তবে আগের মত রাস্তায় যানজটে ভোগান্তি পোহাতে হয়নি। 

সড়কের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন।

পদ্মাসেতু দিয়ে অধিকাংশ যানবাহন পার হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট চাপ কম।ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন। এতে তারা অনেক বেশি আনন্দিত। 

তবে আজও সিরিয়ালে পারাপার হওয়ার কারণে দীর্ঘ সময় পর ফেরি নাগাল পেতে হচ্ছে মালবাহী ট্রাকের।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় ২০টি ফেরি চলাচল করছে। ফেরিঘাট সচল রয়েছে ৫টি। লঞ্চ চলাচল করছে ২২টি। আজ ঈদে ঘরমুখী মানুষের চাপ বেশি দেখা যাচ্ছে।

পদ্মা সেতু চালুর পর থেকে এ নৌরুটে যানবাহনের চাপ কমে যাওয়ায় এবার ঈদে আর দুর্ভোগ হবে না জানায় কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি